শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

টেকনাফে ২১ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

টেকনাফে ২১ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

টেকনাফে ২১ লাখ টাকা মূল্যের ৬টি স্বর্ণের বারসহ মো. মুফিজুর রহমান (৩৭) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি স্পেশাল বাসে তল্লাশি চালিয়ে স্বর্ণসহ তাকে আটক করা হয়।

আটক মুফিজুর চট্রগ্রাম লোহাগাড়া আমিরাবাদ মাষ্টার আহাদ এলাকার প্রয়াত আব্দুল হকের পুত্র।

বিজিবির ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মো. আবু জার আল জাহিদ জানান,   গোপন সংবাদের ভিত্তিতে  শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে হোয়াইক্যং বিওপি চৌকির কোম্পানী কমান্ডার ফজলুর রহমানের নেতৃত্বে জওয়ানরা টেকনাফ থেকে কক্সবাজারগামী (কক্সবাজার-জ-১১-০১৩৪) একটি স্পেশাল বাসে তল্লাশি চালিয়ে ৬টি স্বর্ণের বারসহ মুফিজুর রহমানকে আটক করে। উদ্ধারকৃত এসব স্বর্ণের ওজন ৬শ' গ্রাম। যার বাজার মূল্য ২১ লাখ টাকা।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৪/মাহবুব

সর্বশেষ খবর