শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

\\\'মুক্তিযুদ্ধ এদেশের সকল নাগরিকের\\\'

\\\'মুক্তিযুদ্ধ এদেশের সকল নাগরিকের\\\'

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, মুক্তিযুদ্ধ কোনো দলের নয়, মুক্তিযুদ্ধ এদেশের সকল নাগরিকের।

আজ রাতে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে গণজাগরণ মঞ্চে সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা সকল যুদ্ধাপরাধীদের বিচার ও তার রায় কার্যকর দেখতে চাই। যুদ্ধাপরাধীরা যেন আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে না যায় তার জন্য গণজাগরণ মঞ্চ আন্দোলন করে যাচ্ছে।

তিনি মেহেরপুরের তরুণ প্রজন্মকে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার আন্দোলনে শরিক হবার আহ্বান জানান। মেহেরপুরের ভাষা সৈনিক ও বিশিষ্ঠ আওয়ামীগ নেতা ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও মেহেরপুর গণজাগরণ মঞ্চের আহ্বায়ক নিশান সাবেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন- শাহবাগ গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যা লাকি আকতার, সংগঠক জনাদন দত্ত নান্টু, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, উদীচী জেলা সংসদ সভাপতি এডভোকেট ইবরাহীম শাহীন প্রমুখ।

সমাবেশে লাকি আক্তার স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। এর আগে ডা. ইমরান এইচ সরকার শহীদ বেদিতে পুস্পমাল্য অর্পণ করেন।

বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ১৪/ সালাহ উদ্দীন

সর্বশেষ খবর