শনিবার, ১ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

সরকারি জমিতে পাকা ভবন খাল ভরাট করে প্লট

সরকারি জমিতে পাকা ভবন খাল ভরাট করে প্লট

টরকী বন্দরের পার্শ্ববর্তী নিলখোলা খাল ভরাট , সওজ\'র সম্পত্তি দখল করে যুবদল নেতার পাকা ভবন

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী পৌরসভার নিলখোলা ও হরিসেনা এলাকায় সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের প্রায় ৩ কোটি টাকার জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় যুবলীগ ও যুবদলের কয়েক নেতার বিরুদ্ধে। সংশ্লিষ্ট দপ্তরের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে একটি চক্র সরকারি জায়গা দখলে মেতে উঠেছেন। পৌর শহরের হরিসোনা এলাকায় উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শ্যামল খলিফা সমপ্রতি সড়ক বিভাগের জমি দখল করে পাকা দোকান ঘর নির্মাণের কাজ শুরু করেন। এছাড়া গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ডের উত্তর পাশে বরিশাল-ঢাকা মহাসড়ক ঘেঁষে সুন্দরদী খালের জমিও দখল হয়ে যাচ্ছে। স্থানীয় যুবলীগের কয়েক নেতা বালু দিয়ে ভরাট করে খাল দখল করে সেখানে পাকা সীমানা প্রাচীর নির্মাণের পর বেশ কয়েকটি প্লট তৈরি করেছেন বিক্রির জন্য। স্থানীয়রা জানান, স্থানীয় যুবলীগ নেতা ফরহাদ মুন্সী, টরকী বন্দরের ব্যবসায়ী গোলাম মোস্তফা চুন্নু খলিফা ও তার কয়েক সহযোগী খালটি ভরাট করে কয়েক কোটি টাকার সরকারি সম্পত্তি দখল করেছেন। তবে সরকারি জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন ফরহাদ মুন্সী ও চুন্নু খলিফা। বরিশাল সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শিশির কুমার বড়াল জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর