শনিবার, ১ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

পুলিশের পোশাকে জেএসসি পরীক্ষার্থী অপহরণ

পুলিশের পোশাকে জেএসসি পরীক্ষার্থী অপহরণ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুর কাপাশহাটিয়া থেকে বৃহস্পতিবার রাতে পুলিশের পোশাক পরে জেএসসি পরীক্ষার্থী হাসান আলীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। হাসান স্থানীয় ভালকী বিদ্যালয়ের ছাত্র ও কাপাশহাটিয়া গ্রামের প্রবাসী মুরাদ আলীর ছেলে। হাসানের মা আনজিরা জানান, মধ্যরাতে তিন দুর্বৃত্ত পুলিশের পোশাক পরে ঘরে ঢুকে ছেলেকে তুলে নিয়ে যায়। এ ঘটনার সঙ্গে প্রতিবেশী জাহাঙ্গীর জড়িত বলে অভিযোগ করেন তিনি। তবে ঘটনার সময় জাহাঙ্গীর নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে গতকাল হরিণাকুণ্ডু থানায় আনজিরা মামলা করতে গেলে সারাদিন তাকে বসিয়ে রাখার পর অপহৃতের চাচা নুরু, বসির, আলমগীর ও প্রতিবেশী সজলকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে কারও বিরুদ্ধে কোনো মামলা করতে পারবে না এই মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

মাগুরায় মুক্তিপণে ছাড়া : মাগুরা প্রতিনিধি জানান, শহরের পিটিআই এলাকা থেকে এসএম পলাশ নামে এক যুবককে অপহরণের পর এক লাখ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। পলাশ শহরের এমআর রোডের সূর্যের হাসি চিহ্নিত পিকেএস ক্লিনিকের অফিস সহকারী। তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় পিটিআই স্কুলের সামনে থেকে দুর্বৃত্তরা অপহরণ করে পাঁচ লাখ মুক্তিপণ দাবি করে। গতকাল স্বজনরা তাদের দেওয়া বিকাশ নম্বরে এক লাখ টাকা পাঠালে পলাশকে মাদারীপুরে ছেড়ে দেয় অপহরণকারীরা।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর