মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

সাগরে ২টি ট্রলারসহ অর্ধশতাধিক জেলে অপহরণ

সাগরে ২টি ট্রলারসহ অর্ধশতাধিক জেলে অপহরণ

গভীর বঙ্গোপসাগর থেকে ২টি ট্রলারসহ অর্ধ-শতাধিক জেলেকে ধরে নিয়ে গেছে বনদস্যু রাজা বাহিনী। এসময় ওই সব ট্রলার থেকে নগদ টাকা, মাছ, ডিজেল, মোবাইল ফোন সেটসহ অন্ততঃ কোটি টাকার মালামাল লুটে নেয়। অপহৃত এসব জেলেদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা, পটুয়াখালী জেলার মহিপুর, তালতলী, সখিনা ও ভোলা জেলার বিভিন্ন এলাকার।   

পাথরঘাটা, মহিপুর ও তালতলী উপজেলার মৎস্য আড়ৎদার সমিতি সুত্রে জানা যায়, সোমবার গভীর রাতে বঙ্গোপসাগরের পক্ষিদিয়ার চরে পূর্ব এলাকা থেকে দু’কোটি টাকা মুক্তিপনের দাবীতে অপহরন করা হয়েছে। এরা হচ্ছেন, কলাপাড়ার নতুনপাড়া এলাকার শহিদুল ইসলামের মালিকানাধীন দু’টি ট্রলারসহ ১৫ জন এবং একই এলাকার সিদ্দিক মাঝি, পনু মাঝি, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ৮/১০ জন জেলে। এদের মধ্যে অনেকের নাম ও ঠিকানা তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি। এদের মুক্তিপণ বাবদ জন প্রতি চার লাখ টাকা দাবী করা হয়েছে।   

এ ব্যাপারে কোষ্টগার্ডের দক্ষিন জোনের অপারেশন কমান্ডার লে. কমান্ডার নয়ন জানান, ঘটনাটি তার জানা নেই। তবে খোঁজ-খবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ খবর