শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

বড় আজিনা প্রত্নতাত্ত্বিক ঢিবি বিনষ্টের অভিযোগে আটক ৬

বড় আজিনা প্রত্নতাত্ত্বিক ঢিবি বিনষ্টের অভিযোগে আটক ৬

সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্যভুক্ত বাগেরহাটে '৩৫ গম্বুজ বিশষ্টি বড় আজিনা মসজিদের' ধ্বংসাবশেষ বা 'বড় আজিনা প্রত্নতাত্ত্বিক ঢিবি' বিনষ্টের অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।

আজ দুপুরে বাগেরহাট পৌর শহরের সোনাতলা এলকার ওই ঢিবি খনন কালে বাগেরহাট মডেল থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন- শহরের খারদ্বার এলকার মনিরুজ্জামান মোল্লার ছেলে বুলবুল মোল্লা (৩৪), জনি (২২), রুবেল শেখ (২৫), নাসির শেখ (২৫), বাচ্চু শেখ (৪৫) ও জিহাদুল খান (২২)। এদের মধ্যে বুলবুল মোল্লা ওই জমির মালিক। বাকি ৫ জন সেখানে শ্রমিক হিসাবে মাটি খননের কাজ করছিলেন। তাদের সবার বাড়ি বাগেরহাট সদর উপজেলার বেমতা ইউনিয়নে।

বাগেরহাট ষাটগম্বুজ যাদুঘরের কাস্টোডিয়ান মো: গোলাম ফেরদৌস জানান, 'বড় আজিনা' সম্ভবত ৩৫ গম্বুজ বিশিষ্ট একটি একটি মসজিদের ধ্বংসাবশেষ। যশোরের বারোবাজারের খান জাহানের সময়কালের ৩৫ গম্বুজ বিশিষ্ট সাতগাছিয়া মসজিদের ধ্বংসাবশেষের সাথে এর প্রচুর সাদৃশ্য রয়েছে। তার মতে, খলিফাতাবাদ নগরীর প্রতিষ্ঠাতা খান-উল-আলম-উলুঘ খান-ই-জাহান সমসাময়িক ষাটগম্বুজ মসজিদের পর বাগেরহাটে এটিই সম্ভবত হযরত খান জাহান (র:) এর সময়কালের দ্বিতীয় বৃহৎ মসজিদ বা স্থাপত্ত।

বাগেরাহট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আযম খান জানান, প্রত্নতত্ত্ব অধিদফতরের পক্ষে বাগেরহাট ষাটগম্বুজ যাদুঘরের কাস্টোডিয়ান শুক্রবার থানায় ওই প্রত্নতাত্ত্বি ঢিবিটি রক্ষায় একটি সাধারণ ডায়েরী করেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই ঢিবিটি খনন করা হচ্ছে জেনে পুলিশ ঘটনাস্থালে গিয়ে হাতে নাতে ঢিবি খনন করার সময় মালিকসহ ৬ জনকে আটক করে।

বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর ১৪/ সালাহ উদ্দীন



এঘটনায় আজ বিকালে পুলিশেল উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব হোসেন বাদি হয়ে পুরাকীর্তি আইনে আটককৃতদের নামে বাগেরহাট মডেল থানার একটি মামলা দায়ের করেছেন।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর