রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

বরগুনায় দূর্ধর্ষ ডাকাত সর্দার আব্দুল্লাহ গ্রেফতার

বরগুনায় দূর্ধর্ষ ডাকাত সর্দার আব্দুল্লাহ গ্রেফতার

দূর্ধর্ষ ডাকাত সর্দার আব্দুল্লাহকে (৩৮) শনিবার রাতে বরগুনা জাকিরতবক গ্রামে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ। আব্দুল্লাহর বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, অপহরণ, মানবপাচার, ৫ জানুয়ারীর নির্বাচনে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে। চারটি মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা থাকায় দীর্ঘদিন আত্মগোপনের পর শনিবার রাতে গ্রামের বাড়ি বরগুনার জাকিরতবক আসে। খবর পেয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) পুলক চন্দ্র রায়ের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল্লাহকে গ্রেফতার করে।

রাজধানীর সাভার, উত্তরা, যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে বলে জানা গেছে। চলতি বছরের জুন মাসে বরগুনার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াজুড়ি গ্রামের আলম সিকদারের ছেলে আউয়াল সিকদারকে (২৮)অপহরণ করে হত্যার পর লাশ গুম করার অভিযোগে বরগুনা থানায় তার নামে মামলা হয়। বরগুনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) পুলক চন্দ্র রায় জানান, আব্দুল্লাহ একজন দূর্ধর্ষ ডাকাত। অনেক দিন যাবৎ তাকে গ্রেফতারের চেষ্টা করছিল পুলিশ। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলার খোঁজ নেওয়া হচ্ছে।

বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৪/আহমেদ

সর্বশেষ খবর