সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

যশোর পাবনায় ডাকাতের বোমা ও ছুরিকাঘাতে নিহত ২

কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে দুই সহোদরকে পিটুনি, একজনের মৃত্যু

যশোরে ডাকাতের বোমায় ও পাবনায় ছুরিকাঘাতে দুই গৃহস্থ নিহত হয়েছেন। এদিকে কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনি শিকার হন দুই সহোদর। এর মধ্যে একজন মারা যান।

পাবনা : পাবনার চাটমোহরে ডাকাত দলকে প্রতিহত করতে গিয়ে তাদের অস্ত্রের আঘাতে গৃহস্থ মজিবর রহমান খাঁ (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় শুকুর আলী (৪২) নামের এক ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি শার্টারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত মজিবর উপজেলার প্রভাকরপাড়া গ্রামের মৃত আখের আলী খাঁর ছেলে। ডাকাত শুকুর সুজানগর উপজেলার তাঁতীবন্দ গ্রামের আজিজ মোল্লার ছেলে। রবিবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি সুব্রত কুমার সরকার। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ। যশোর : শনিবার মধ্যরাতে যশোরের বাঘারপাড়া উপজেলার পাঠানপাইকপাড়া গ্রামে ডাকাতদের ছোড়া বোমায় আওয়াল হোসেন খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আমজাদ আলী খানের ছেলে। নিহতের খালাতো ভাই সবদুল হোসেন খান জানান, রাতে গ্রামের নিজামউদ্দিন খানের বাড়িতে ডাকাতরা হামলা চালায়। এ সময় ডাকাতদের প্রতিরোধ করতে প্রতিবেশীদের সাথে এগিয়ে যান আওয়াল হোসেন খান। ডাকাতরা আওয়ালকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারলে তিনি গুরুতর আহত হন। রাত ১টার দিকে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কেরানীগঞ্জ : কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে দুই সহোদরকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই সেন্টু (২৮) নামে একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় নিহতের ছোটভাই মন্টুকে (২৪) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে রুহিতপুর ইউনিয়নের ধর্মশুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় জাকির নামে এক ব্যক্তি রাতে রিকশাযোগে বাড়ি ফেরার পথে আওলাদের বাড়ির পিছনে চার যুবককে ধারালো অস্ত্র নিয়ে শলাপরামর্শ করতে দেখেন। এ সময় তিনি ডাকাত ডাকাত বলে চিৎকার করলে আশপাশের লোকজন বেরিয়ে এসে তাদের ধাওয়া দিয়ে সেন্টু ও মন্টুকে আটক করে গণপিটুনি দেয়। কেরানীগঞ্জ মডেল থানার ওসি বলেন, নিহত ও আহত দুজন পেশাদার ডাকাত। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর