সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

ফরিদপুর স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতা-কর্মী ঘরছাড়া

গ্রেফতার নির্যাতন আতঙ্ক

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতা-কর্মী এখন ঘরছাড়া। পুলিশের গ্রেফতার ও নির্যাতন এড়াতেই আত্মগোপন রয়েছেন দলের প্রথম সারির এসব নেতা।

জানা গেছে, গত বুধবার তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট প্রদানের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। পুলিশের লাঠিপেটায় আহত হন দলটির কেন্দীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ ২০ নেতা-কর্মী। এ ঘটনায় ১৪ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫/৩০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। আসামি করা হয়েছে জেলা যুবদলের সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপনকেও। যদিও তিনি ওই মিছিলেই ছিলেন না। আটক করা হয়েছে চারজনকে। ওই ঘটনার পর থেকে আত্দগোপনে দলের জেলা কমিটির সব নেতা। পুলিশি ঝামেলা এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন কর্মীরাও।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর