সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

আশুগঞ্জে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষ, প্রাণ গেল ৪ যাত্রীর

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে প্রাইভেটকারের চার যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- জাহাঙ্গীর হোসেন তালুকদার (২৮) ও নুরুজ্জামান মিয়া। গুরুতর আহত প্রাইভেটকার চালক মিলনসহ দুই শিশুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে তিনজন : ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী এলাকায় গতকাল নৈশকোচের সঙ্গে ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন- ভটভটিচালক মন্টু, যাত্রী হাবিব ও জুরান। বগুড়ায় দুইজন : শাজাহানপুরের সুজাবাদ দহপাড়ায় গতকাল ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন মারা গেছেন। তারা হলেন, জগদীস কুমার ও জিয়াউর রহমান। মানিকগঞ্জে দুজন : সদর উপজেলার ভাড়াড়িয়া ও ঘিওর উপজেলার বানিয়াজুরিতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন মমতাজ বেগম ও ফারুক হোসেন।

বরিশাল ও গাইবান্ধায় শিশু : বরিশাল নগরীর স্ব-রোডে গতকাল অটোরিকশা উল্টে তুষা নামে আট মাসের এক শিশু নিহত হয়েছে। এছাড়া গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া-ভরতখালী সড়কে গতকাল অটোরিকশার ধাক্কায় জিহাদ মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জে এমপিসহ আহত ৩ : বাস-ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে জয়পুরহাট-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা মোজাহার আলী প্রধানসহ তিনজন আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে। সাবেক এমপি মোজাহার আলী প্রাইভেটকারে জয়পুরহাট যাওয়ার সময় ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় গতকাল দুর্ঘটনা ঘটে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর