সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

সুন্দরবনের শেলা নদীতে ট্যুরিস্ট লঞ্চডুবি

সুন্দরবনের শেলা নদীতে ট্যুরিস্ট লঞ্চডুবি

পূর্ব সুন্দরবনের বাগেরহাট চাঁদপাই রেঞ্জের শেলা নদীতে আজ সোমবার ভোরে এমভি সাইদুদ নামে একটি ট্যুরিস্ট লঞ্চ ডুবে গেছে। এসময় লঞ্চে কোনো ট্যুরিস্ট ছিল না। লঞ্চে থাকা ১০ জন কর্মচারী সাতঁরিয়ে কূলে উঠতে সক্ষম হয়েছে। সুন্দরবন বিভাগ খবরটি নিশ্চিত করেছে।

পূর্ব সুন্দরবনের বন বিভাগের ডিএফও আমির হোসেন চৌধুরী বলেন, খুলনার এক ট্যুর অপারেটর লঞ্চটি ঢাকা থেকে ক্রয় করে সুন্দরবন হয়ে খুলনায় নিয়ে যাচ্ছিল। ভোরে কুয়াশার কারনে লঞ্চটি শেলা নদীর চরে উঠে আটক যায়। পরে ভাটির টানে লঞ্চটি ডুবে যায়। এসময় জাহাজে থাকা চালক ও অন্য কর্মীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে এ ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ নেই বলে দাবি করেন ডিএফও। লঞ্চটি কর্তৃপক্ষ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।
 

 

বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর, ২০১৪/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর