সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর শিকল বাঁধা মেরিনা মুক্ত

বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর শিকল বাঁধা মেরিনা মুক্ত

দীর্ঘ ৬ মাস শিকর পরিহত অবস্থায থাকার পর পার্বতীপুরের শিকল বাঁধা মেরিনা এখন মুক্ত।

গত ২২ নভেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর পার্বতীপুরে তোলপাড়ের সৃষ্টি হয়।

পরে আজ পার্বতীপুর রেলওয়ে পুলিশ ছুটে যায় মেরিনার বাড়িতে। পার্বতীপুর শহরের নিউকলনী থেকে মেরিনাকে শিকল থেকে মুক্ত করার পর নিয়ে যাওয়া হয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। সেখানে ওই গৃহবধুকে তার ভাই রেল কর্মচারী আল-আমিনের হেফাজতে দেওয়া হয়।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি একে এম লুত্ফর রহমান সাংবাদিকদের বলেন, সংবাদ পড়ে তিনি গৃহবধুকে উদ্ধারের পদক্ষেপ গ্রহন করেন। আজ সকাল ১০টায় মেরিনাকে শিকলে বন্দি অবস্থা থেকে মুক্ত করেন তিনি। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহেনুল ইসলামের কার্যালয়ে নেওয়া হয় মেরিনাকে। উপজেলা নির্বাহী অফিসার গৃহবধুর স্বামী আলী হোসেনের উপস্থিতিতে মেরিনাকে তার ভাই আল-আমিনের হেফাজতে চিকিৎসার জন্য নির্দেশ দেন। মেরিনাকে প্রথমে উপজেলা হাসপাতাল পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, ২২ নভেম্বর বাংলাদেশ প্রতিদিনের পিছন পাতায় ছবিসহ নিউজ 'শিকলে বাধা মেরিনার জীবন' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর ১৪/ সালাহ উদ্দীন


 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর