শিরোনাম
সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

নান্দাইল থানার ওসি প্রত্যাহার

নান্দাইল থানার ওসি প্রত্যাহার

দায়িত্বে অবহেলা ও ব্যর্থতার অভিযোগে ময়মনসিংহের নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফরাজীকে প্রত্যাহার করা হয়েছে।

আজ বিকেলে তাকে প্রত্যাহার করে ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পরিদর্শক কাজী আয়ুবুর রহমানকে নান্দাইল মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

আজ সন্ধ্যায় নতুন ওসি কাজী আয়ুবুর রহমান কর্মস্থলে যোগদান করেছেন।

পুলিশ জানায়, গত ২০ নভেম্বর নান্দাইল উপজেলা সদরে পৌর আওয়ামী লীগের কর্মী সমাবেশকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়ার ভাই আবুল মুনসুর ভূঁইয়া নিহত ও পুলিশসহ ২০ জন আহত হন। এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলা ও ব্যর্থতার অভিযোগে ওসি সাইফুল ইসলাম ফরাজীকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পরিদর্শক কাজী আয়ুবুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মঈনুল হক সাইফুল ইসলাম ফরাজীকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর নান্দাইলে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়ার ভাই আবুল মুনসুর ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হন।

বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর ১৪/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর