মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

শেরপুর পৌরসভার সব রাস্তা এবড়ো-খেবড়ো, জনদুর্ভোগ

শেরপুর পৌরসভার সব রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তার ওপর পৌর শহরের ওপর দিয়ে যাওয়া সওজের সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ রাস্তার বেহালদশা মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ফলে প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছেন প্রাচীন এই জনপদের লাখ লাখ মানুষ।

অধিকাংশ রাস্তার ইটের ওপর থেকে বিটুমিন উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এরমধ্যে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। আর বিটুমিন উঠে যাওয়া রাস্তায় গাড়ি চলাচলের সময় ধুলাবালি মানবদেহে ঢুকে দানা বাঁধছে শ্বাসকষ্টসহ নানা রোগ। রাস্তার দুপাশের বাড়িঘর ইট খোয়ার ধুলায় বিবর্ণ হয়ে গেছে। জানা গেছে, পৌরসভার অধিকাংশ পাকা রাস্তা অনেক আগে নষ্ট হয়ে গেছে। আধাপাকা রাস্তাগুলো নষ্ট হওয়ার পথে। নিউমার্কেট থেকে শেখহাটি, থানা মোড় থেকে শেরীঘাট, দক্ষিণ নবীনগর, মাধবপুর, বাগরাকসার রাস্তাগুলো বেশি নাজুক। সওজের নিয়ন্ত্রণাধীন খোয়ারপাড় থেকে শেরীঘাট পর্যন্ত রাস্তাটির বেহালদশা পৌরবাসীর জন্য মহাবিড়ম্বনার। এ রাস্তা দিয়ে প্রতিদিন সদর হাসপাতালের রোগীসহ হাজারো মানুষ যাতায়াত করেন। হাসপাতালের গাইনি বিভাগের ডা. লুৎফর রহমান জানান, এ রাস্তা দিয়ে গর্ভবতী মহিলারা হাসপাতালে আসার সময় কারও কারও বাচ্চা রাস্তায় প্রসব হয়ে যায়। হাসপাতালে আসার একমাত্র এ রাস্তাটি এখন রোগীদের মরণফাঁদে পরিণত হয়েছে। সাবেক পৌরমেয়র গোলাম কিবরিয়া বলেন, 'রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক। নাগরিকদের কষ্ট হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি বিবেচনা করা উচিত। পৌরমেয়র হুমায়ুন কবীর রুমান ও পৌর-নির্বাহী প্রকৌশলী মুখলেছুর রহমান জানান, শিগগিরই ইউজিআইআইপি-৩ প্রকল্পের কাজ শুরু হবে। এ কাজ শুরু হলে সমস্যা কেটে যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর