মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশনে অগ্নিকাণ্ড

ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘরে অবস্থিত বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশনের রেডিও রুমে গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ঢাকা, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার চার হাজারের অধিক টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্সটি। জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিটিসিএলের উপসহকারী প্রকৌশলী মমিনুল হক জানান, বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশনের রেডিও রুমে লাগা আগুনে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত ফাইবার দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর