মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

সিরাজগঞ্জ বরিশালে তিন বাল্যবিয়ে বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার ইউএনও সালাহ উদ্দিনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে দুটি বাল্যবিয়ে। এ সময় উভয় পরিবারের লোকজনকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি সতর্ক করা হয়েছে। বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া দুই কিশোরী হলো- সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের আবদুল হালিমের মেয়ে ও শ্যামপুর আলিম মাদ্রসার নবম শ্রেণীর ছাত্রী সোনা খাতুন ও দত্তবাড়ীর আবদুল বারিকের মেয়ে সুবর্ণা খাতুন ও স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। বরিশাল থেকে নিজস্ব প্রতিবেদক জানান, বানারীপাড়ার মহিষাপোতা গ্রামের নাসির উদ্দিনের মেয়ে এবং স্থানীয় মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থী স্বর্ণার (১৩) সঙ্গে ঝালকাঠির ইমাম আলীর (২৩) বিয়ের আয়োজন চলছিল। গতকাল এ বিয়েতে আপত্তি জানান নাগরিক উদ্যোগের মাঠকর্মীরা। পরে সংগঠনের নেতারা বানারীপাড়ার ইউএনওকে জানান। ইউএনওর নির্দেশে পুলিশ বিয়ে বন্ধ করে দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর