বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

শিশু ইমন অপহরণ ও হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চকলেঙ্গুরা গ্রামের দুবাইপ্রবাসী বাদল আহম্মদের শিশুপুত্র নলুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ইমন আহম্মদকে (৬) মুক্তিপণের দাবিতে অপহরণ ও হত্যার দায়ে মামলার চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) ড. এ কে এম আবুল কাশেম গতকাল দুপুরে জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন চকলেঙ্গুরা গ্রামের শামসুদ্দিনের ছেলে সাইদুল ইসলাম, আল আমিন, মৃত আবদুল জব্বারের ছেলে (পলাতক) আবদুর রশিদ ও দেবথৈল গ্রামের মৃত নূর হোসেনের ছেলে রফিকুল ইসলাম। মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, দুবাইপ্রবাসী বাদল আহম্মদের দুই ছেলে ইমন ও ইমরান ২০১৩ সালের ১৯ আগস্ট সকালে প্রাইভেট পড়ার জন্য স্কুলে যায়। প্রাইভেট পড়া শেষে ১০টার দিকে ইমরান বাড়ি ফিরে এলেও ইমন না আসায় পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু হয়। বিকাল ৪টার দিকে অপহরণকারীরা ইমনের মায়ের কাছে ফোন করে ১ লাখ টাকা ও ১ ভরি সোনা মুক্তিপণ দাবি করে। পরদিন ইমনের মা নূরুন্নাহার বাদী হয়ে ছয়জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি অপহরণ মামলা করেন। পুলিশ ওইদিন রাতেই আসামি সাইদুলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি এবং তার সঙ্গীরা শিশু ইমনকে অপহরণ ও শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন। ২১ আগস্ট রাতে লতা পাহাড়ে তাদের দেখানো স্থান থেকে ইমনের লাশ উদ্ধার করা হয়। পুলিশ তদন্ত শেষে চারজনের নামে চার্জশিট দাখিল করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর