বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

স্কুলছাত্রী উত্ত্যক্ত পাঁচ দিন ধরে চলছে সংঘর্ষ ভাঙচুর

এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার জের ধরে পাঁচদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পীরবাড়ি ও শরীফপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চলছে। কয়েক দিনে লুটপাট ও হামলার শিকার হয়েছে দুই শতাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। এ অবস্থায় ওই দুটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাড়িঘর ছেড়ে পালিয়েছেন অনেকে। সর্বশেষ সোমবার রাতেও সংঘর্ষ হয়েছে।

শরীফপুর এলাকার ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে শুক্রবার উত্ত্যক্ত করে পীরবাড়ির কাউসার মিয়া। এ ঘটনায় থানায় মামলা হয়। এর জেরে শুক্রবার থেকে ওই দুই এলাকার লোকজনের মধ্যে থেমে থেমে চলছে সংঘর্ষ। এ সময় স্থানীয় বাজারের দেড়শতাধিক দোকানে ভাঙচুর ও ৩০/৪০ টিতে লুটপাটের ঘটনা ঘটে। পীরবাড়ি বাজারের দুইটি মোটরসাইকেলে অগি্নসংযোগ করা হয়। সংঘর্ষের সময় বন্ধ হয়ে যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের যান চালাচল।

গতকাল সরজমিনে গিয়ে দেখা যায়, পীরবাড়ি ও শরীফপুর এলাকার তিন শতাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ। প্রায় জনমানবশূণ্য হয়ে পড়েছে ওই দুটি এলাকা। গত কয়েকদিনের মতো মঙ্গলবারও সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর