বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

চট্টগ্রামে শিশুহত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

চট্টগ্রামে ছয় বছরের শিশু রাজেশকে অপহরণের পর খুনের দায়ে বিনোদ বিহারি চৌধুরী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রেজাউল করিম। দণ্ডপ্রাপ্ত বিনোদ বিহারি বাঁশখালী উপজেলার বাণীগ্রামের হরিরঞ্জন চৌধুরীর ছেলে। ট্রাইব্যুনালের বিশেষ পিপি জেসমিনা আকতার জানান, ২০০৫ সালের ১৩ জানুয়ারি সমির কান্তি দে’র ছেলে রাজেশকে চানাচুর খাওয়ানোর লোভ দেখিয়ে দুর্গম পাহাড়ে নিয়ে যায় আসামি। ওখানে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বস্তায় ভরে পুকুরে ফেলে দেয়। ঘটনার দুই দিন পর রাজেশের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
ময়মনসিংহে তিনজনের ফাঁসি, যাবজ্জীবন ৫ : ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহের তারাকান্দার উপজেলার কাশিগঞ্জের আবদুল হালিম হত্যা মামলায় তিনজনের ফাঁসি ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলার অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবীর গতকাল এ রায় দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর