বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

গুলি করে ২৮ লাখ টাকা ছিনতাই

গুলি করে ২৮ লাখ টাকা ছিনতাই

গোপালগঞ্জ জেলা শহরের স্বর্ণপট্টি থেকে গুলি করে গ্রামীণফোন এজেন্টের কাছ থেকে ২৮ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তাদের গুলিতে এমএলএসএস ফেরদৌস কাজী (২২) ও সেলস এক্সিকিউটিভ কোরবান আলী কাজী (২৮) আহত হন।

ঘটনাটি আজ সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটে।

গ্রামীণফোনের গোপালগঞ্জ এজেন্ট এ্যাডভোকেট কাজী জিন্নাত আলী বলেন, দুই কর্মচারী শহরের কলেজ রোডের গ্রামীণফোন অফিস থেকে রিকশায় করে শহরের কাপড়পট্টির পূবালী ব্যাংকের শাখায় যাচ্ছিলেন। এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগে ২৮ লাখ টাকা ছিল। তারা ওই টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন।

তিনি বলেন, শহরের স্বর্ণপট্টি এলাকায় পৌঁছালে মুখোশধারী ৪-৫ দুর্বৃত্ত তাদের গুলি করে টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। ফেরদৌসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’

বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর ১৪/ সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর