বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামী শামসুদ্দিন গ্রেফতার

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামী শামসুদ্দিন গ্রেফতার

মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামী অ্যাডভোকেট শামসুদ্দিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজ রাত সাড়ে ৮ টার দিকে ময়মনসিংহের নান্দাইল সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরই তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা দায়েরের প্রায় সারে চার বছর পর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দুই সহোদর রাজাকার ক্যাপ্টেন (অব:) নাসির উদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট শামসুদ্দিনের বিরুদ্ধে গত বুধবার তদন্ত প্রতিবেদন জমা দেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা। মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জের করিমগঞ্জের আয়লা গ্রামসহ বিভিন্ন স্থানে অনেকগুলো হত্যাকান্ড সংঘটিত করেছিল স্থানীয় রাজাকার-আলবদররা। করিমগঞ্জের আয়লা গ্রামের মিয়া হোসেন হত্যাকান্ডের ব্যাপারে ২০১০ সনের ২ মে মামলা দায়ের করেন শহীদের ছেলে গোলাপ মিয়া। মামলা দায়েরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকর্তারা একাধিকবার সরজমিন এলাকা পরিদর্শন করেন।

একটি হত্যাকান্ডের তদন্ত করতে এসে তারা আয়লা গ্রামের মিয়া হোসেনসহ ১২ টি হত্যাকান্ড, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগের সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে মামলা দায়েরের পর থেকেই মূলত পলাতক রয়েছেন ক্যাপ্টেন (অব:) নাসির উদ্দিন। আর তার ছোট ভাই অ্যাডভোকেট শামসুদ্দিন এক সপ্তাহ ধরে পলাতক ছিলেন। কিশোরগঞ্জ শহরের চর শোলাকিয়ায় জেনিথ ভিউ নামে নাসিরের এবং মাহমুদা মঞ্জিল নামে শামসুদ্দিনের পৃথক দুটি বাসা রয়েছে।

বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর ১৪/ সালাহ উদ্দীন


 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর