শুক্রবার, ২৮ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

বাউফলে চরে চরে লাল নিশান

পটুয়াখালীর বাউফলের চরে চরে উড়ছে লাল নিশান। স্থানীয় তহসিল অফিস থেকে এ লাল নিশান উড়ানো হয়েছে। কালাইয়া ইউনিয়নের তহসিলদার আবদুল মালেক জানান, বাউফলের চর ব্যারেট, চর রায় সাহেব, চর মিয়াজান ও চর নিমদিতে ২০০ হেক্টর খাস জমি রয়েছে। এ জমিতে এ বছর আমন ধান ফলানো হয়েছে। অবৈধভাবে যাতে কেউ ধান কাটতে না পারে সে জন্য মঙ্গলবার সংশ্লিষ্ট তহসিল থেকে লোক গিয়ে ওই সব চরে লাল নিশান উড়িয়ে দিয়েছেন। যেসব কৃষক ডিসিআর কেটেছেন তাদের কাগজপত্র যাচাই-বাছাই করে ধান কাটার অনুমতি দেওয়া হবে। নাম প্রকাশ না করার শর্তে চর ব্যারেটের কয়েকজন কৃষক অভিযোগ করেন, এসব চরের জমি অনেক আগেই সরকার ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দিয়েছেন। যারা বন্দোবস্ত পেয়েছেন, তারাই এ বছর আমন চাষ করেছেন। কিন্তু ধান কাটার আগ মুহূর্তে ইউনিয়ন তহসিল অফিস থেকে এ লাল নিশান উড়িয়ে দেওয়ায় তারা দিশাহারা হয়ে পড়েছেন। তারা আশঙ্কা করছেন, খাস জমির অজুহাত দেখিয়ে স্থানীয় তহসিল অফিস থেকে প্রভাশালী কিংবা জোতদারদের ধান লুটের সুযোগ করে দিতেই এ লাল নিশান উড়ানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর