শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
আজ মৌলভীবাজার গণহত্যা দিবস

ঝুলিয়ে গুলি করে হত্যা করা হয় ১৪ জনকে

ঝুলিয়ে গুলি করে হত্যা করা হয় ১৪ জনকে

আজও দেয়ালে রয়ে গেছে পাক হানাদারদের গুলির চিহ্ন

মৌলভীবাজারের রাজনগরের মুন্সিবাজার গণহত্যা দিবস আজ শনিবার। ১৯৭১ সালের এই দিনে পাক বাহিনী নির্মমভাবে হত্যা করেছিল ১৪ জন নিরীহ বাঙালিকে। মুন্সিবাজার ইউনিয়নের খলাগাঁও গ্রামের ‘ধর’ বাড়িতে রাজাকার দুদু মিয়া ও বারিক মিয়ার নেতৃত্বে হানাদার বাহিনী এ হত্যাযজ্ঞ চালায়। নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনা আজও রাজনগরবাসীকে চোখের জলে ভাসায়। বুজে জাগিয়ে তোলে প্রতিশোধের আগুন।

১৯৭১ সালের ২৯ নভেম্বর সকালে খলাগাঁও’র ধর বাড়িতে আসেন পাক বাহিনীর দালাল দুদু মিয়া ও বারিক মিয়া। বাড়ির নারী-পুরুষদের জড়ো করে অভয় দেন তাদের ওপর হামলা না হওয়ার। এর কিছুক্ষণ পরই হানাদার বাহিনী আসে ‘ধর’ বাড়িতে। এরপর তাদেরকে বাড়ির পাশে ঝুলিয়ে গুলি করে হত্যা করা হয়। নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে আগুন ধরিয়ে দেয়া হয় বাড়িতে।

মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান বলেন, একাত্তরে আলবদর বাহিনীর নেতৃত্বে ছিল দুদু মিয়া। সে অসংখ্য নিরপরাধ মানুষকে হত্যা করিয়েছে। গণআদালতে মৃত্যুদণ্ডই ছিল তার প্রাপ্য।

বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৪/আহমেদ

সর্বশেষ খবর