বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

টেকনাফে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

নোয়াখালীতে ১৮ লাখ টাকাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

টেকনাফে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার মো. সৈয়দ হোসেনের ছেলে মো. নূর (৩৭)। এ ছাড়া সকালে নাফ নদীর ৫ নম্বর স্লুুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি। জানা গেছে, গতকাল ভোরে দমদমিয়া বিওপি চৌকির কোম্পানি কমান্ডার তোতা মিয়ার নেতৃত্বে জওয়ানরা গোপন সংবাদে টেকনাফ সদর ইউনয়নের বরইতলী নূরের বাড়িতে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ তাকে আটক করে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। এ ছাড়া একই দিন সকাল ৭টার দিকে টেকনাফ বিওপি চৌকির হাবিলদার লুৎফর রহমানের নেতৃত্বে জওয়ানরা গোপন সংবাদে নাফ নদীর ৫ নম্বর স্লুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। এদিকে ১৮ লাখ টাকা ও ১০০ পিস ইয়াবাসহ টেকনাফের দুই মাদক ব্যবসায়ী নোয়াখালীর চৌমুহনীতে মাইক্রোবাসসহ গ্রেফতার হয়েছে। তারা হলো- সিরাজ ও আহমদ হোসেন। গতকাল ভোর রাতে চৌমুহনী ফেনী রোডের আজমীর হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। বেগমগঞ্জ মডেল থানার ওসি আইনুল হক জানান, ভোর রাতে একটি কোলো রঙের ভক্সি মাইক্রোবাস যোগে দুই মাদক ব্যবসায়ী বেপরোয়া গতিতে চট্টগ্রাম যাওয়ার পথে চৌমুহনী আজমীর হোটেলের সামনে থাকা মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের সঙ্গে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা গাড়িসহ তাদের আটক করে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আটককৃত দুজনের কাছে ১৮ লাখ টাকা পেয়ে তাদের সন্দেহ হয়। পরে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে। আটকদের মধ্যে আহমদ হোসেন টেকনাফ পুলিশের তালিকাভুক্ত আসামি।

 

 

 

সর্বশেষ খবর