বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

ফুলবাড়ী ঝিনাইগাতি মুক্ত দিবস আজ

ফুলবাড়ী ঝিনাইগাতি মুক্ত দিবস আজ

শেরপুরের গজনী

আজ ৪ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ী ও শেরপুরের ঝিনাইগাতি হানাদারমুক্ত হয়েছিল।
দিবসটি উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নানা কর্মসুচি গ্রহণ করেছে। অপরদিকে, শেরপুরের ঝিনাইগাতী মুক্তদিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে মুক্তিযোদ্ধা সংসদ, ঝিনাইগাতী উপজেলা কমান্ড।
মুক্তিযোদ্ধাদের মিলন মেলা : গোপালঞ্জর কোটালীপাড়া মুক্তদিবস উপলক্ষে গতকাল হেমায়েত বাহিনীর কমান্ডার ও যোদ্ধাদের বসেছিল মিলনমেলা। কোটালীপাড়া মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে এ মেলায় কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, বরিশালের আগৈলঝরা, গৌরনদী, মাদারীপুর, যশোরের বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা অংশ নেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর ও যোদ্ধাদের ওয়েব সাইড উদ্বোধন করেন বাহিনী প্রধান হেমায়েত উদ্দীন।
প্রস্তুতিমূলক সভা : বিজয় দিবস পালন উপলক্ষে গতকাল বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও এবিএম সাদিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর