বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা
ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্ব

পরীক্ষা দিতে পারেনি শিক্ষার্থী

কুড়িগ্রামে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৭ম শ্রেণীর এক ছাত্রকে পরীক্ষার হলে ঢুকতে না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল জেলার রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের পান্থাবাড়ী বালাকান্দি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র আল আরাফাতের পরিবার জানায়, সম্প্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে আরাফতের বাবা নির্বাচিত হন। কিন্তু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওই কমিটি গঠন না করে তার পছন্দের লোক দ্বারা গঠিত একটি এডহক কমিটির অনুমোদন নিয়ে আসেন। এ নিয়ে নির্বাচিত অভিভাবক সদস্য ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে গতকাল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরাফাতকে পরীক্ষা দিতে না দিয়ে তাকে বিদ্যালয় থেকে বের করে দেন। এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই জানান, যে ছাত্রকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি সে বিদ্যালয় থেকে টিসি নিয়ে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। এ কারণে তাকে পরীক্ষা দিতে দেইনি। তবে টিসি গ্রহণের বিষয়টি অস্বীকার করেছেন আরাফাতের বাবা আব্দুল মমিন সরকার।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর