বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

রূপগঞ্জে ৫০ ইটভাটা বন্ধ বেকার ৩০ হাজার শ্রমিক

নারায়নগঞ্জের রূপগঞ্জে কয়লার অভাবে ৫০টি ইটভাটায় এখনও ইট পোড়ানো শুরু করা যায়নি। ভারত থেকে কয়লা আমদানি বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ইটভাটাগুলোতে কয়েক কোটি কাঁচা ইট রোদে শুকালেও কয়লার অভাবে পুড়ানো সম্ভব হচ্ছে না। এতে ইটভাটা মালিকরা লোকসানের মুখে পড়েছেন। অন্যদিকে প্রায় ৩০ হাজার শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এদিকে কয়লানির্ভর রূপগঞ্জের বিভিন্ন শিল্পকারখানার উৎপাদনও ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় স্থানীয় ইটভাটা মালিকরা কয়লা আমদানির দাবিতে শুক্রবার ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে। রূপগঞ্জের ইটভাটাগুলোতে সাধারণত অক্টোবর মাসের প্রথম দিকে কাজ শুরু হয়। বছরের এ সময়টা ইট-ভাটায় প্রচুর কয়লার চাহিদা থাকে। ইতোমধ্যে একমাস পার হলেও কয়লার অভাবে ভাটার কার্যক্রম বন্ধ রয়েছে। কয়লা আমদানি না থাকায় ভাটা মালিকরা বিপাকে পড়েছেন। অন্যদিকে আমদানিকারকরাও ব্যবসা করতে না পেরে বেকার হয়ে পড়েছেন। উপজেলার সাওঘাট এলাকার ইটভাটা মালিক হাজী মো. জমির হোসেন জানান, রূপগঞ্জে অর্ধ-শতাধিক ইটভাটার মধ্যে বেশিরভাগ ভাটা মালিক ঋণ নিয়ে ব্যবসা করেন। এভাবে যদি কয়লার অভাবে বসে থাকতে হয়, তাহলে ভাটা মালিকরা বিরাট অংকের লোকসানে পড়বেন। দাউদপুর এলাকার ইটভাটা মালিক এম বাবু ইট ভাটার জ্বালানি সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, ভারতের আদালতের একটি আদেশের কারণে মেঘালয়ে কয়লা উৎপাদন বন্ধ থাকায় বাংলাদেশে কয়লা আমদানি করা যাচ্ছে না। ফলে গত ১৬ মে থেকে বাংলাদেশের সব বন্দর দিয়ে কয়লা আমদানি বন্ধ রয়েছে।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর