বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

টেকনাফ সীমান্তে ১৩ রোহিঙ্গা নাগরিক পুশব্যাক

টেকনাফ সীমান্তে ১৩ রোহিঙ্গা নাগরিক পুশব্যাক

কক্সবাজারের টেকনাফে ১৩ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে পুশব্যাক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে হোয়াইক্যং বিওপি চৌকির হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে জওয়ানরা চেকপোষ্ট গাড়ী তল্লাশি চালিয়ে ৭ মিয়ানমার পুরুষ নাগরিককে আটক করা হয়। পরে দুপুর আটককৃতদের হোয়াইক্যং লম্বাবিল সীমান্ত দিয়ে মিয়ানমার পুশব্যাক করা হয়।

এছাড়া বুধবার রাতে সাবরাং বিওপি চৌকির হাবিলদার শ্রীবনির নেতৃত্বে জওয়ানরা নাফনদীর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবশ কালে অভিযান চালিয়ে ৬ মিয়ানমার নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী ও ১ জন শিশু ছিলেন। পরে রাতেই আটক নাগরিকদের সাবরাং অভিয়েম ঘাট সীমান্ত দিয়ে মিয়ানমার পুশব্যাক করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবু জার আল জাহিদ।

বিডি-প্রতিদিন/০৪ নভেম্বর, ২০১৪/জান্নাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর