বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

অপহরণের ১ মাস ১০ দিন পর অপহৃতা উদ্ধার

অপহরণের ১ মাস ১০ দিন পর অপহৃতা উদ্ধার

বরগুনার আমতলীতে অপহরণের এক মাস ১০ দিন পর অপহৃতা চাদঁনী (১৬)-কে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে চাঁদনীকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মধ্য আমতলী গ্রামের সুলতান মিয়ার কন্যা চাঁদনীর সাথে দুলাল মিয়ার ছেলে মিরাজের (১৯) প্রেম ভালবাসা চলছিল। গত ২৪ অক্টোবর রাতে দু'জনে পালিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে চাঁদনীর বাবা সুলতান মিয়া ২৫ অক্টোবর আমতলী থানায় চাচাতো ভাইয়ের ছেলে মিরাজসহ ৪ জনকে আসামি করে নারী ও শিশু অপহরণ মামলা করেন।

অপর দিকে ছেলের বাবা দুলাল মিয়া একই দিনে মেয়ের বাবা সুলতানসহ ৩ জনকে আসামি করে মানব পাচার অপরাধের ধারায় মামলা করে। দু’ভাইয়ের পরস্পর বিরোধী মামলা দায়েরের এক মাস ১০ দিন পরে পুলিশ আজ চাঁদনীকে উদ্ধার করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (তদন্ত) আবদুল্লাহ জানান, চাঁদনীকে উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে। আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বৈজয়ন্তী বিশ্বাস চাঁদনীর বক্তব্য ১৬৪ ধারায় রেকর্ড করে তাকে বরিশাল সেভ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৪/আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর