শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

কাউখালীতে র‌্যাবের সাথে বন্ধুকযুদ্ধে ডাকাত নিহত

কাউখালীতে র‌্যাবের সাথে বন্ধুকযুদ্ধে ডাকাত নিহত

পিরোজপুরের কাউখালীতে র‌্যাবের সাথে বন্ধুকযুদ্ধে সবুজ (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছে। নিহত সবুজ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সুপ্তাগড় ইউনিয়নের জগাইরহাট গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

আজ সন্ধ্যায় উপজেলার কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৮ বরিশালের ক্যাপ্টেন আবুল বাশার জানান, র‌্যাব-৮ এর ডিএডি রুহুলের নেতৃত্বে র‌্যাব সদস্যরা সন্ধ্যা ৭ টার দিকে পিরোজপুরের কাউখালীতে নিয়মিত টহলে যায়। র‌্যাব সদস্যরা শহরের কলেজ এলাকায় পৌছলে সে খানে আগে থেকেই ডাকাতির জন্য প্রস্তুতি নেয়া সবুজ বাহিনী র‌্যাবের উপর গুলি চালায়। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে বাহিনী প্রধান সবুজ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা এসময় একটি ম্যাগাজিন সহ বিদেশী পিস্তল, একটি গুলি ভর্তি বন্দুক, ২টি ওয়ান স্যুটার বন্দুক, ৪টি ককটেল ও ২টি চাপাতি উদ্ধার করেছে। র‌্যাবের ক্যাপ্টেন আবুল বাশার জানান, ডাকাত সর্দার সবুজের বিরুদ্ধে হত্যা, নির্যাতন সহ আনুমানিক ১৮টি মামলা রয়েছে। সে পেশাদার ডাকাত। আজ সকালেও সুপ্তাগর গ্রামের সিদ্দীক নামে একজনকে কুপিয়ে জখম করেছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান  জানান, সবুজের বিরুদ্ধে কয়টি মামলা আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজাপুর উপজেলার সুপ্তাগড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, সবুজ একজন পেশাদার ডাকাত ছিল।

বিডি-প্রতিদিন/ ০৫ ডিসেম্বর ১৪/ সালাহ উদ্দীন

সর্বশেষ খবর