Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

ঢাকা, শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০১৪ ১৯:০২ অনলাইন ভার্সন
আপডেট :
শৈলকুপায় পুকুর থেকে বিরল প্রজাতির মাছ শিকার
শৈলকুপায় পুকুর থেকে বিরল প্রজাতির মাছ শিকার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোলকনগর গ্রামের ইছহাক আলী জোয়ার্দ্দারের (৭০) পুকুর থেকে এক বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে।

আজ দুপুরের দিকে তার ছেলে ওমর ফারুক (৩৫) জাল নিয়ে পুকুরে মাছ ধরতে নামলে বিভিন্ন রকম দেশীয় মাছের সাথে একটি অপরিচিত মাছ তার জালে আটকা পড়ে।

মাছটি লম্বায় ১৬ ইঞ্চি গাঁয়ে কোন আইশ নাই, কাল রংয়ের উপর হলুদ ছাপ রয়েছে। জালে আটকা পড়ার পর মাছটি দেখার জন্য আশেপাশের বিভিন্ন বয়সের শতশত লোক ভিড় করেন। কিন্তু তাদের মধ্যে কেউই এ ধরণের মাছ পূর্বে দেখেছেন বলে জানাতে পারেনি।

পুুকুরের মালিক ইছহাক আলী জোয়ার্দ্দার জানান, ৪/৫ মাস আগে কুষ্টিয়ার জনৈক মাছের পোনা বিক্রেতার নিকট থেকে রুই, কাতলা ও গ্রাসকার্প জাতীয় মাছে পোনা পুকুরে ছাড়েন। কিন্তু তখন এ জাতীয় কোন মাছ তার চোখে পড়েনি।

স্থানীয়রা জানায়, পূর্বে এই ধরনের মাছ কেউ দেখেননি। তবে অনেকের ধারণা এটা সামুদ্রিক মাছ। এলাকার মানুষের দেখা শেষে মাছটি কে আবার সেই পুকুরে অবমুক্ত করা হয়েছে।

বিডি-প্রতিদিন/ ১৬ ডিসেম্বর ১৪/ সালাহ উদ্দীন


 

আপনার মন্তব্য

up-arrow