বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মই নিয়ম!

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মই নিয়ম!

অনিয়ম আর দুর্নীতি বাসা বেধেছে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে। রয়েছে জনবল সংকট। রোগীর কাছ থেকে বিভিন্ন পরীক্ষীর বিল রাখা হয় রশিদ ছাড়া। কর্মস্থলে না এসে বেতন নেন একাধীক মেডিকেল অফিসার। উপজেলার উপস্বাস্থ্য কেন্দ ও ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দে র ডাক্তারদের দিয়ে পালান করানো হয় জরুরী দায়িত্ব। এই সব কেন্দে র সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা সাব সেন্টারে না গিয়ে হাসপাতালের আউট ডোরে রোগী দেখেন। সার্বিক চিত্র দেখে মনে হয় সব অনিয়ম এ হাসপাতালে নিয়মে পরিণত হয়েছে। ২০১২ সালের ১ ডিসেম্বর হাসপাতালটি ৩১ থেকে ৫০ শষ্যায় উন্নীত করে নতুন ভবনের উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় দুই বছর পেড়িয়ে গেলেও পর্যাপ্ত জনবল নিয়োগ হয়নি। হাসপাতালে সার্জারি, গাইনী, মেডিসিন ও অ্যানেসথেসিয়ার জুনিয়র কনসালট্যান্ট ও ডেন্টাল সার্জনের পদ দীর্ঘদিন খালি। ডিউটি না করে বেতন নেওয়া প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তা ডা. নজিবুশহীদ বলেন, এগুলো অনিয়ম নয় মানবিক বিবেচনায় দেখা হচ্ছে। আর সব ইউনিয়নে ফ্যামিলি ওয়েল ফেয়ার সেন্টার না থাকায় ডাক্তাররা হাসপাতালে ডিউটি করছেন।

 

 

সর্বশেষ খবর