বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

পদত্যাগপত্রে স্বাক্ষরের পরই মারা গেলেন স্কুলশিক্ষক

চাকরির পদত্যাগপত্রে স্বাক্ষর করার পরপরই মারা গেলেন স্কুলশিক্ষক পক্ষাঘাতগ্রস্ত আনোয়ার হোসেন। স্কুল কর্তৃপক্ষের জোর করে আদায় করা স্বাক্ষর ও অপমান সইতে না পেরে তিনি মারা গেছেন বলে অভিযোগ স্বজনদের। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায়। ২০০২ সালে কাজিপুরের আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ে শিক্ষকতা শুরু করেন আনোয়ার। ২০০৯ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে অবশ হয়ে যায় তার শরীরের বাম পাশ। এ অবস্থায় তিনমাস পর তার বেতন বন্ধ করে দেওয়া হয়। স্ত্রী ও দুই ছেলে-মেয়ের সংসারে নেমে আসে অন্ধকার। কোনো টাকা পয়সা ছাড়া স্বেচ্ছায় স্কুল থেকে পদত্যাগের জন্য চাপ দিতে থাকেন কমিটির সভাপতি তোজাম্মেল হাজী। গত শুক্রবার তোজাম্মেল ও প্রধান শিক্ষক লুৎফর রহমান আনোয়ারের ভাই আমিরকে ডেকে পদত্যাগপত্র ধরিয়ে দিয়ে ভাইয়ের স্বাক্ষর নিয়ে আসতে বলেন। সঙ্গে পাঠিয়ে দেন পিয়ন মনসোবকে। অপমান ও চাপের বিষয়টি আনোয়ায়কে জানিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বলেন ভাই। আনোয়ার দুচোখের জল ফেলে পদত্যাগপত্রে স্বাক্ষরের পর বিছানায় লুটে পড়েন এবং তখনই মারা যান। কাজিপুর থানার ওসি জানান, বিষয়টি খুবই দুঃখজনক। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিকে ফোন করে পাওয়া যায়নি। প্রধান শিক্ষক বলেন, তিনি কাউকে স্বাক্ষরের জন্য ওই শিক্ষকের বাড়িতে পাঠাননি।

সর্বশেষ খবর