শিরোনাম
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা
উঠতিরাও বেপরোয়া

ফের বাড়ছে চরমপন্থি ও শীর্ষ সন্ত্রাসীর দৌরাত্ম্য

কুষ্টিয়ায় ফের আনাগোনা বেড়েছে পুলিশের তালিকাভুক্ত চরমপন্থি ও শীর্ষ সন্ত্রাসীর। চরমপন্থিরা শহরের মহল্লায় মহল্লায় যুবকদের জড়ো করে তাদের দিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করানোর চেষ্টা করছে বলে একাধিক গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্টে উল্লেখ করেছে। খোদ আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয় দিয়েও এসব চরমপন্থির কেউ কেউ দল পরিচালনা করছেন। জেলায় নিজেদের আধিপত্য ফিরে পেতে মাথাচাড়া দিয়ে উঠছেন ঘাঁপটি মেরে থাকা এসব চরমপন্থি। ভারতে পালিয়ে থাকার নামে অনেকে নিয়মিত দেশে যাতায়াত করছেন। ভারতে বসে ব্যবসা-বাণিজ্যও করছেন কুষ্টিয়ায় বাড়ি এমন কয়েকজন চরমপন্থি নেতা। হঠাৎ চরমপন্থিদের আনাগোনা বেড়ে যাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করেছেন ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, জেলার কয়েকজন চরমপন্থি নেতা ভারতে পালিয়ে গিয়ে সেখানে খুনোখুনিতে জড়িয়ে পড়েন। এতে পুলিশের তালিকাভুক্ত চরমপন্থি নেতা আনোয়ার হোসেন আনু, আজিবর মেম্বার, ওবাইদুল ইসলাম ওরফে লাল, শাহিনসহ কয়েকজন গত কয়েক বছরে নিহত হয়েছেন। সূত্র আরও জানায়, ভারত ও বাংলাদেশে অবস্থান করে এখনো কার্যক্রম পরিচালনা করছেন নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন গণমুক্তিফৌজের শীর্ষ নেতা লিপটন, জাসদ গণবাহিনীর নেতা ফারুক। এর মধ্যে কুষ্টিয়ার লিপটন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয় দিয়ে দলকে সংগঠতি করছেন। সরকারদলীয় কয়েকজন নেতার সঙ্গে তার সখ্য গড়ে উঠেছে। সম্প্রতি র‌্যাবের গোয়েন্দা সূত্র অস্ত্র ব্যবসায়ীদের যে তালিকা প্রকাশ করেছে তাতে লিপটনসহ কুষ্টিয়ার চারজনের নাম রয়েছে। ভারতে অবস্থানরত কুষ্টিয়ার শীর্ষ চরমপন্থি নেতা মান্নান মোল্লা, বিপুল চৌধুরীসহ অন্যরাও নিয়মিত দেশে যাতায়াত করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এরা নতুন করে তাদের নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে। কুষ্টিয়া জেলা পুলিশের শীর্ষ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অপরাধী ধরতে অনেক সময় অপরাধীদের ব্যবহার করতে হয়। তার মানে এই নয় অপরাধীদের সঙ্গে সখ্য রয়েছে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের তালিকা আমাদের হাতে আছে। সময় হলে শিকড়সুদ্ধ উপড়ে ফেলা হবে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা বলেন, তালিকাভুক্ত শীর্ষ চরমপন্থিদের আনাগোনা নেই। দু-একজন যারা আছেন তারা পলাতক। এরপরও কেউ সক্রিয় হওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সর্বশেষ খবর