শিরোনাম
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

\\\'সুন্দরবনে সাপ ছাড়া কোনো প্রাণী মরেনি\\\'

\\\'সুন্দরবনে সাপ ছাড়া কোনো প্রাণী মরেনি\\\'

'শুধুমাত্র একটি সাপ মরার ছবি মিডিয়া দেখাতে সম্ভব হয়েছে। এ ছাড়া পাখি, জলহস্তী, কুমিরসহ কোনো প্রাণী মারা যাওয়ার খবর পাওয়া যায়নি' বললেন নৌমন্ত্রী শাজাহান খান।

আজ শুক্রবার সকালে মাদারীপুর সার্কিট হাউসে এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে বৈঠক করেন নৌমন্ত্রী।

প্রসঙ্গত, ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে তেলভর্তি ট্যাংকারডুবি যায়। এতে ফার্নেস ওয়েল সুন্দরবনের নদীতে ছড়িয়ে পড়ে। এতে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেওয়ায় তাকে উন্মাদ, পাগল, কুলঙ্গার ও চরিত্রহীন নৌমন্ত্রী শাজাহান খান।

তিনি বলেন, 'এই চরিত্রহীন ছেলে, সে রাজনীতিতে একটা অবস্থান সৃষ্টি করতে চায়। বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমান কটুক্তি করতে পারে না। বঙ্গবন্ধু সর্ম্পকে যারা এ ধরনের কথা বলে তাদের হিসেব করে কথা বলা উচিৎ।'

বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৪/জান্নাত

সর্বশেষ খবর