রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা
সড়ক দুর্ঘটনা

চট্টগ্রাম কিশোরগঞ্জসহ পাঁচ জেলায় নিহত ১৫

চট্টগ্রাম কিশোরগঞ্জসহ পাঁচ জেলায় নিহত ১৫

চট্টগ্রাম, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কুষ্টিয়া, বগুড়া ও ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম জানান, সাতকানিয়ায় বাস-টেক্সি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। তারা হলেন- অমূল্য দাশ (৫৫), জসিম উদ্দিন (৩৫), শামসুল আলম (৮০), মো. শাহরিয়ার (১৫), মো. সৈয়দ (৩৫) ও মো. শোয়েব (১৭)। গতকাল সন্ধ্যায় সাতকানিয়ার পাঠানীপুলে এ ঘটনা ঘটে। সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার একেএম এমরান জানান, 'কক্সবাজার থেকে একটি বাস যাত্রী নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছিল। পাঠানীপুল এলাকায় বাসটি একটি টেক্সিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালকসহ পাঁচজন নিহত ও শোয়েব নামে একজন গুরুতর আহত হন। শোয়েবকে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। কিশোরগঞ্জে বাস খাদে পড়ে তিন : কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কুলিয়ারচরের আগরপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইলের জসিম উদ্দিন (৬০), উমেদা বেগম (৫২) ও আহের বানু (৭০)। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ময়মনসিংহ থেকে হবিগঞ্জ যাওয়ার পথে গতকাল ভোরে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের জহুরুল ইসলাম মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। মুন্সীগঞ্জে চালক ও সহকারী : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার বালুয়াকান্দিতে গতকাল ট্রাকের চাপায় পিষ্ট হয়ে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। তারা হলেন- নিলু আহামেদ (২৭) ও মো. ফিরোজ। পুলিশ জানায়, সকালে বালুয়াকান্দিতে ট্রাকটি বিকল হয়। এ সময় চালক ও সহকারী মেরামত করতে গাড়ির নিচে যান। হঠাৎ গাড়িটি ঝুল খেয়ে চলতে শুরু করলে তারা ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। কুষ্টিয়ায় চালক : সদর উপজেলার কুমারগাড়া এলাকায় গতকাল বাস ও নসিমনের সংঘর্ষে নসিমন চালক জীবন (৪০) মারা গেছেন। এতে আহত হয়েছেন নসিমনে থাকা পল্লী বিদ্যুৎ সমিতির চার শ্রমিক। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপালে ভর্তি করা হয়েছে। ঝালকাঠিতে গৃহবধূ : রাজাপুর-ভান্ডারিয়া সড়কে কানুদাশকাঠিতে শুক্রবার সন্ধ্যায় ইঞ্জিনচালিত টেম্পুর চাপায় জমিনা (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। জমিনা কানুদাশকাঠি গ্রামের আবদুল লতিফ খানের স্ত্রী। বগুড়া : শাজাহানপুরে রাস্তা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- উপজেলার বিরকুল্লা গ্রামের করিম সরকারের ছেলে মেহেদি (৬) ও তার চাচী জান্নাতি (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা ডেইজী (২৮)।

 

 

সর্বশেষ খবর