রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা
পলাশ আওয়ামী লীগ সম্মেলন

দলীয় প্রার্থীকে লাঞ্ছিত করলেন স্বতন্ত্র এমপি

নরসিংদীর পলাশ উপজেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক স্বতন্ত্র এমপির হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভোটার তালিকা নিয়ে আপত্তি এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা নিয়ে শুক্রবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে। শুক্রবার রাতের ওই সম্মেলনে আওয়ামী লীগের সাবেক এমপি ডা. আনোয়ারুল আশ্রাব দীলিপ সভাপতি ও ওবায়দুল মৃধা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুহ-উল-আলম লেলিন, পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম (বীর প্রতীক) প্রমুখ। সদ্য বিলুপ্ত পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিলে আওয়ামী লীগ নেতা-কর্মী ভোটার হন। কিন্তু এখানে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচছাসেবকলীগের নেতা-কর্মীকে ভোটার বানানো হয়েছে। বিষয়টি পলাশ উপজেলা সভাপতি সাবেক এমপি ডা. আনোয়ারুল আশ্রাব দীলিপকে বলতেই তিনি উত্তেজিত হয়ে যান। একপর্যায়ে তার ভাই স্বতন্ত্র এমপি কামরুল আশ্রাফ খান পোটন আমাকে থাপ্পড় মারেন এবং তাদের সমর্থকরা লাঞ্ছিত করেন।’ স্বতন্ত্র এমপি পোটন জানান, এখানে হাতাহাতি হয়নি। যিনি অভিযোগ করছেন, তার পক্ষে কোনো প্রস্তাবকারী ছিল না। তিনি কিভাবে প্রার্থী হবেন।  
গাইবান্ধায় কাউন্সিলে সংঘর্ষ : গাইবান্ধা প্রতিনিধি জানান, ফুলছড়িতে আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলে সভাপতি পদ নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। তবে উপজেলা ও জেলা আওয়ামী লীগ এই কাউন্সিলকে দলীয় কাউন্সিল হিসেবে স্বীকৃতি দেয়নি। ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলে আলী আজম ও মুক্তিযোদ্ধা আবুল কাশেম সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ বাধে।

সর্বশেষ খবর