রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

জনবল সংকটে বন্ধ সার্জারি বিভাগ

জনবল সংকটে বন্ধ সার্জারি বিভাগ

জনবল সংকটে ১০ দিন ধরে বন্ধ রয়েছে পিরোজপুর সদর হাসপাতালের সার্জারী বিভাগ। এতে সবচেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন সিজার করতে আসা নারীরা। আর্থিকভাবে অস্বচ্ছল রোগীদেরও দূর্ভোগের শেষ নেই। হাসপাতালের পরীক্ষাগারে প্রায় সকল পরীক্ষা চালু থাকার কথা বলা হলেও অধিকাংশ রোগীর বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে। অভিযোগ রয়েছে হাসপাতালের ওষুধ বাইরে বিক্রির।

সরেজমিনে জানা যায়, ১০০ সয্যার সদর আধুনিক এ হাসপাতালে জনবল সংকট দীর্ঘদিনের। বর্তমানে এ সংকট প্রকট আকার ধারণ করেছে। না থাকার তালিকায় রয়েছে বিশেষজ্ঞসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগের ডাক্তার, ওয়ার্ডবয় ও পরিচ্ছন্ন কর্মী। হাসপাতালে ডাক্তারের ৩৩টি পদের বিপরীতে রয়েছেন মাত্র ১৪ জন। সার্জারী বিভাগে ডাক্তার, অ্যানেস্থেসিয়ান, ওটি বয়, পরিচ্ছন্ন কর্মী না থাকায় ১০ দিন আগে বন্ধ হয়ে গেছে সিজারিয়ানসহ সকল অপারেশন। রোগ নির্ণয়ের জন্য বেশিরভাগ রোগীকে ডাক্তারের নির্দেশিত বেসরকারি ডায়াগনিস্টিক সেন্টারে যেতে হয়। এক কিশোরকে দেখা গেছেে এক্সে রিপোর্ট হাতে নিয়ে ডাক্তারের কক্ষের সামনে দাড়িয়ে আছেন। কোথায় এক্সে করিয়েছেন জানতে চাইলে তিনি জানান, ডাক্তার 'মা ডায়াগনিস্টিক সেন্টার' থেকে করে আনতে বলেছেন। রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ নিয়ে স্থানীয় এমপি একেএমএ আউয়াল ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের হস্থক্ষেপে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও অভিযোগ রয়ে গেছে এখনো। পিরোজপুর সদর হাসপাতালের আরএমও ডাক্তার ননী গোপাল জানান, সার্জারী বিভাগে জনবল না থাকায় অপারেশন বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা। সিভিল সার্জন ডা. মো. ফকরুল আলম জানান, জনবল সংকটের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কবে নাগাদ সার্জারি বিভাগ চালু হবে তা জানাতে পারেননি তিনি।

 

 

 

সর্বশেষ খবর