রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

বীরগঞ্জ ট্রাক উল্টে কুলির সর্দার নিহত

বীরগঞ্জ ট্রাক উল্টে কুলির সর্দার নিহত

দিনাজপুরের বীরগঞ্জে থেকে ঢাকা যাওয়ার পথে একটি আলুবাহী ট্রাক উল্টে গিয়ে একজন মো. ফারুক হোসেন (৩৩) নামের এক কুলি সর্দার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বীরগঞ্জ-ঢাকা সড়কের নিজপাড়া ইউপির হাড়িপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক বীরগঞ্জের নিজপাড়া ইউপির দাড়িয়াপুর গ্রামের তছির উদ্দিনের পুত্র। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একই ইউনিয়নের তফিজ উদ্দিনের পুত্র মো. তহিদুল ইসলাম (৩৭), বদির উদ্দিনের পুত্র মো. শাহাজুল ইসলাম (৩৫), কল্যাণী গ্রামের মৃত আজাহার আলীর পুত্র মো. মকবুল ইসলাম (৩৪)।

নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক সরকার জানান, সন্ধ্যা ৬টায় নিজপাড়া ইউনিয়নের কাচারী পাড়া থেকে আলু নিয়ে ঢাকা যাওয়ার পথে হাড়িপাড়া নামক স্থানে ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা কুলি শ্রমিকরা আহত। পরে আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কুলি সর্দার মো. ফারুক হোসেনের মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার ওসি কেএম মো. শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিডি-প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৪/মাহবুব

সর্বশেষ খবর