সোমবার, ২২ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

বসতভিটা দখল করে ঘর নির্মাণ

বাগেরহাটের চিতলমারীতে এক ব্রাক্ষ্মণ পরিবারের বসতভিটা দখল করে গাছপালা কেটে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাধা দিতে গিয়ে ব্রাক্ষ্মণ পরিবারের দুইজন আহত হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী নবনির্মিত দুটি ঘরের একটি ভাঙচুর করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে উপজেলার ব্রক্ষ্মগাতী গ্রামের বৃদ্ধ অতুল ভট্টাচার্জের বসতবাড়ির ৫০-৬০টি বিভিন্ন ফলন্ত গাছ কেটে আড়ুয়াবর্নি গ্রামের খলিল মোল্লা, আনসার আলী ও কালামের নেতৃত্বে শতাধিক লোক দুটি টিনের ঘর নির্মাণ করেন। এ সময় তাদের বাধা দিতে গিয়ে অতুলের ছেলে মিলন ও মনা রানী আহত হন। এ ব্যাপারে খলিল মোল্লার ছেলে তুহিন জানান, ওই জায়গা অতুলের পুত্রবধূর নামে পাওয়ার অব অ্যাটর্নি থাকায় তার এক আত্মীয় ক্রয় করেছেন। ক্রয় করা জায়গায় ঘর নির্মাণ করেছেন তারা।

সর্বশেষ খবর