সোমবার, ২২ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

সিরাজগঞ্জে সেবা হাসপাতাল সিলগালা

সিরাজগঞ্জে সেবা হাসপাতাল সিলগালা

সিরাজগঞ্জ জেলা শহরের বেসরকারী সেবা জেনারেল হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে ভ্রামম্যান আদালত অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা ও হাসপাতালটি সিলগালা করেছেন।

আজ বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ হাফিজুর রহমান খান, সিভিল সার্জন অফিসের সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনিটারী ইন্সপেক্টার নুর মোহাম্মদ ভুইয়া এবং বেলকুচির আবদুল্লাহ আল মামুন এবং সদর থানার উপ-পরিদর্শক ফাহিম উদ্দিন উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার জানান, লাইসেন্সের মেয়াদ না থাকার দায়ে হাসপাতালটি সিলগালাসহ ৫ হাজার টাকা জরিমানা এবং প্রয়োজনীয় পরিবেশ ও সার্বক্ষনিক চিকিৎসক না থাকার দায়ে প্যাথলজি বিভাগে দায়িত্বরতদের অবহেলা ও চিকিৎসকের স্বাক্ষর ছাড়া ডায়গনস্টিক রির্পোট দেওয়ার অপরাধে আলাদাভাবে আরো ৫০ হাজার জরিমানা করা হয়েছে। কিন্তু হাসপাতালটি কয়েকজন রোগী থাকায় মঙ্গলবার দুপুর পর্যন্ত খোলা রাখার সময় দেয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/ ২২ ডিসেম্বর ১৪/ সালাহ উদ্দীন


 

সর্বশেষ খবর