মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

দুপচাঁচিয়া পৌর নির্বাচনে ৯ গৃহবধূর মর্যাদার লড়াই

দুপচাঁচিয়া পৌর নির্বাচনে ৯ গৃহবধূর মর্যাদার লড়াই

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচন ২৮ ডিসেম্বর। সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৩টি পদে ভোটযুদ্ধে নেমেছেন ৯ গৃহবধূ। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই তারা পুরোদমে প্রচার, প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তীব্র শীত উপেক্ষা করে সূর্যের আলো উঁকি দিলেই শুরু হয় নিজ নিজ এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা। কখনও রিকশা, কখনও ভ্যানে, কখনও বা পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দেওয়া। ভোটারদের বাড়ির একেবারে অন্দর মহলে প্রবেশ করে তাদের সুখ-দুঃখের খবর নেওয়া। ছবি ও মার্কাযুক্ত পোস্টার টানানো হয়েছে নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানে। ভোট চেয়ে হ্যান্ডবিলও বিলি করা হচ্ছে। মাইকের মাধ্যমেও চলছে জোর প্রচারণা। ভোটযুদ্ধে অবতীর্ণ হওয়া ৯ গৃহবধূর মধ্যে সংরক্ষিত ১ নম্বর আসনে প্রার্থী হয়েছেন তিনজন। তারা হলেন তহমিনা বেগম, নিপা বেগম, লাভলী বিবি, ২ নম্বর আসনের চার প্রার্থী হলেন ছালমা পারভীন, জাহানারা বেগম, রোকসানা বেগম, শ্রীমতি শুভ্রা রানী চক্রবর্তী ও ৩ নম্বর আসনের দুজন প্রার্থী হলেন- তাপসী রানী দাস এবং নাইছ মিজান। পৌরসভার বর্তমান ৩ মহিলা কাউন্সিলর লাভলী বিবি, জাহানারা বেগম ও তাপসী রানী দাস এবারও প্রার্থী হয়েছেন। অন্য সবাই নতুন মুখ। মেয়র পদের পাশাপাশি কারা হবেন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর তা নিয়ে ভোটার আর সাধারণ মানুষের মাঝে চলছে ব্যাপক জল্পনা কল্পনা।

 

সর্বশেষ খবর