সোমবার, ২৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

সুন্দরবনে জেলেদের মাঝে প্রাণচাঞ্চল্য, মাছ ধরা শুরু

সুন্দরবনের শ্যালা নদীতে অয়েল ট্যাঙ্কার ডুবির পর আবারও জেলেদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে, ফের মাছ ধরা শুরু করেছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আমির হোসাইন চৌধুরী গতকাল বলেন, বন সংলগ্ন ওই এলাকার জেলেরা আগের মতো বন বিভাগের অফিস থেকে পাস-পারমিট নিয়ে মাছ ধরা শুরু করেছে।

সুন্দরবন সংলগ্ন জয়মনি গ্রামের বাসিন্দা জেলে আবদুল জব্বার বলেন, বেশ কিছুদিন মাছ ধরা বন্ধ থাকার পর শনিবার থেকে শ্যালা নদীসহ বিভিন্ন খালে মাছ ধরা শুরু করেছি। ট্যাঙ্কার ডুবির পর আমরা নদী থেকে জাল তুলে নিয়ে বাড়িতে ফিরে এসেছিলাম। একই গ্রামের হালিম হাওলাদার বলেন, তেলের কারণে আমি বাগদা চিংড়ির রেণু পোনা সংগ্রহ করতে পারিনি। এখন নেটজাল দিয়ে মাছ ধরছি। বর্তমান আমাদের অবস্থা ভালোভাবে চলবে। চিলা ইউনিয়ন পরিষদের মো. লুৎফর রহমান বলেন, আমার ওয়ার্ডে চার থেকে পাঁচশ পরিবার সুন্দরবনের নদীখালে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। ট্যাঙ্কার ডুবির কারণে কয়েকদিন ওইসব জেলে পরিবার মাছ শিকার করতে পারেনি। বর্তমানে তারা আবার মাছ শিকার শুরু করেছে।

সুন্দরবন বাঁচিয়ে রাখার আকুতি : সুন্দরবন আমাদের মায়ের মতো। সিডর, আইলার মতো প্রাকৃতিক দুর্যোগে নিজের জীবন দিয়ে আমাদের রক্ষা করে। তাই আসুন নিজেদের স্বার্থে আমাদের পরিবেশকে রক্ষা করি। সুন্দরবনকে বাঁচিয়ে রাখার আকুতি জানিয়েছেন বন বিশেষজ্ঞরা।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর