রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
বিল নিয়ে পূর্ব শত্রুতার জের

দিনদুপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, নিহত ২ আহত ১৫

নেত্রকোনার মদন থানার তিয়শ্রী ইউনিয়নের দরিবিনি্ন গ্রামে বিল নিয়ে পূর্ব বিরোধের জেরে শনিবার দুপুরে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় লিটন মিয়া (৪৫) ও আনছু মিয়া (৩৭) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দরিবিনি্ন গ্রামের আনিছ গ্রুপ ও মাহবুব গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে দুই গ্রুপের দুই সদস্য বাবলু মিয়া ও ফজলু মিয়ার মধ্যে বিল নিয়ে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে এই বিরোধ চরম আকার ধারণ করে। এরই জের ধরে সংঘর্ষ হয়। ফজলু মিয়ার সমর্থকরা বাবলু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে বাড়ির লোকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও সুঁচালো অস্ত্র দিয়ে আঘাত করলে লিটন মিয়া ও আনছু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। সংঘর্ষে গুরুতর আহত আলী, বাবুল, ফিরোজ, চান মিয়া, জসিম, হাসিনা ও আসাদকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে । এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হবিগঞ্জে সংঘর্ষে একজনের প্রাণহানি : হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শংকরপাশা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ফিরোজ মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া বরিশালের বাকেরগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন, ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় মাদক কেনা বেচা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগ অফিস, ৭টি ব্যবসা প্রতিষ্ঠানসহ ২৫টি বাড়ি ভাঙচুর চালায় দাঙ্গাবাজরা।

সর্বশেষ খবর