সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
যুবলীগ কর্মী গৃহবধূসহ আরও ৯ হত্যা

জমি নিয়ে বিরোধে নারী খুন অভিযুক্তের বাড়িতে আগুন

নোয়াখালীতে জমি বিরোধের জের ধরে এক নারী খুন হয়েছেন। ঘটনার পর অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ এলকাবাসী। এছাড়া আওয়ামী লীগ কর্মী ও চার গৃহবধূসহ বিভিন্ন স্থানে খুন হয়েছেন আরও নয়জন। প্রতিনিধিদের খবর-
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পালপাড়ায় জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নুপূর বেগম নামে এক নারী নিহত হয়েছেন। নূপুর (২৫) একই এলাকার আবদুল বারেকের মেয়ে। এ ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। নুপূরের বাবা আবদুল বারেকের সঙ্গে তার চাচা সোবহান মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে দুপক্ষের বাগবিতণ্ডার একপর্যায়ে সোবহান ও তার ছেলে তারেক লাঠি দিয়ে নুপূরের মাথায় আঘাত করেন। গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথে গতকাল ভোররাতে তার মৃত্যু হয়। পিরোজপুরে যুবলীগ কর্মী : ভান্ডারিয়া উপজেলায় যুবলীগ কর্মী মো. মহসিন হোসেনকে (৩৫) জবাই করে তার মোটরসাইকেল ছিনতাই করেছে র্দুবৃত্তরা। কচুয়া লতাবুনিয়া এলাকা থেকে গতকাল মহসিনের গলা কাটা লাশ উদ্ধা করেছে পুলিশ। মহসিন ভান্ডারিয়া যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানিয়েছেন উপজেলা আহ্বায়ক এনামুল কবির তালুকদার টিপু। সিরাজগঞ্জ লক্ষ্মীপুর আশুলিয়া লালমনিরহাটে গৃহবধূ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় যৌতুকের জন্য গৃহবধূ আয়শাকে (২১) স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আয়শা উপজেলার পেঙ্গুয়ারী গ্রামের আমিনুর রহমানের মেয়ে ও বিনসাড়া গ্রামের শরিফুলের স্ত্রী। পুলিশ শনিবার রাতে গৃহবধূর লাশ উদ্ধার ও হত্যায় জড়িত সন্দেহে শাশুড়ি ফরিদা বেগমকে আটক করেছে। লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনসা গ্রাম থেকে শনিবার রাতে পলি বেগম নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। যৌতুকের জন্য পলিকে তার স্বামী ও শ্বশুরপক্ষের লোকজন হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক। ঢাকার আশুলিয়ার ফকিরবাড়ী এলাকায় মরিয়ম বেগম নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার পর মাথা নিয়ে স্বামী পালিয়েছে গেছেন বলে অভিযোগ উঠেছে। আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকার ভাড়াবাড়ি থেকে গতকাল ওই গৃহবধূর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে লালমনিরহাটের সদর উপজেলার হরিনের চওড়া গ্রামে রুবিনা বেগম (২৭) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মাহফুজার রহমান ও শ্বশুর শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। ঝালকাঠিতে মোটরসাইকেল চালক : কাঁঠালিয়া উপজেলার সৈয়দপুর-কচুয়া গ্রামে রাস্তার পাশ থেকে গতকাল মোটরসাইকেলচালক মহসিন মোল্লার (৪০) গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। মহসিন পিরোজপুরের ভাণ্ডারিয়ার উত্তর চরাইল গ্রামের সোমেদ মোল্লার ছেলে। গাইবান্ধায় যুবক : সুন্দরগঞ্জ উপজেলার নওরাজ বিল থেকে গতকাল শফিউল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শফিউল একই উপজেলার কালিরখামার গ্রামের আকবর হোসেনের ছেলে। মাগুরায় কৃষক : সদর উপজেলার পাতুড়িয়া গ্রামে কৃষক রফিকুল ইসলামের (৩৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামে মৃত লাল বিশ্বাসের ছেলে। নারায়ণগঞ্জে অজ্ঞাত লাশ : জেলা শহরের খানপুরের একটি পুকুর থেকে গতকাল অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের মুখে দাড়ি ও শরীরে কালো টি শার্ট ছিল।

সর্বশেষ খবর