সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা

'শেসনজট কমাও মাগো' এই মন্ত্র আরাধনার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গতকাল উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বিদ্যাদেবী সরস্বতী পূজা। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় টিএসসিসির প্রার্থনাকক্ষে প্রতিমা প্রতিষ্ঠা, পূজা অর্চনা, পুষ্পাঞ্জলী ও প্রসাদ বিতরণের মাধ্যমে এ পূজা অনুষ্ঠিত হয়। প্রফেসর ড. তপন কুমার জোয়ার্দ্দারের সভাপতিত্বে বাণী অর্চনা করেন ব্রাহ্মণ রতন মৈত্র।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পূজা উদযাপিত হয়েছে। টাঙ্গাইলে বিদ্যা ও জ্ঞান লাভের আশায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, ক্লাব ও সনাতন ধর্মাবলম্বীদের বাসা-বাড়িতে প্রতিমা স্থাপন ও সরস্বতী দেবীর পায়ে পুষ্পাঞ্জলী অর্পণ করা হয়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় পূজা উপলক্ষে ৪০ ফুট উঁচু মূর্তি বানানো হয়েছে। এ সরস্বতী মূর্তি দেখতে কোটালীপাড়ার বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ ভিড় করেন। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূজা কমিটির আয়োজনে আলোচনা সভা আয়োজন করা হয়। বরিশালে মন্ত্রপাঠ, অঞ্জলী প্রদান এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নওগাঁ ও নাটোর, নোয়াখালীর বিভিন্ন স্কুল-কলেজে এবং গাজীপুরের টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে পূজা উপলক্ষে ছিল নানা আয়োজন। (নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের সহযোগিতায় খবরটি তৈরি)

সর্বশেষ খবর