সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

কুমিল্লায় কাভার্ডভ্যানচাপায় দুই অটোযাত্রী নিহত

কুমিল্লায় কাভার্ডভ্যানচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। তিন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে শিশুসহ আরও তিনজনের। ফরিদপুরে র‌্যাবের গাড়ি উল্টে আহত হয়েছেন সাত র‌্যাব সদস্য। প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার খাদঘর এলাকায় গতকাল কাভার্ডভ্যানচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। নিহতরা হলেন- চান্দিনা উপজেলার দাড়িয়াপুর গ্রামের বিল্লাল হোসেন ও শাহিন। তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এদের পরিচয় জানা যায়নি। লক্ষ্মীপুরে শিশু : রামগতি পৌরসভার জমিদারহাট এলাকায় গতকাল পাওয়ার টিলার চাপায় শিশু মো. রাফির মৃত্যু হয়েছে। রাফি স্থানীয় আবদুর রহিমের ছেলে। রামগতি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মাগুরায় অটোচালক : জেলা শহরের ভায়নার মোড়ে গতকাল ইটবোঝাই ভটভটির ধাক্কায় অটোচালক বিল্লাল হোসেন নিহত হয়েছেন। বিল্লাল সদর উপজেলার বলেশ্বরপুর গ্রামের মো. বশিরুল্লাহর ছেলে। হবিগঞ্জে কিশোর : মাধবপুরের বণিকপাড়া শনিবার রাতে ইটবোঝাই ট্রাক্টরের চাপায় দীপ্ত দেব (৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। দীপ্ত মাধবপুর পৌরসভার বণিকপাড়া এলাকার প্রদীপ দেবের ছেলে। ফরিদপুরে ৭ র‌্যাব সদস্য আহত : ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের বারোখাদা এলাকায় গতকাল র‌্যাব-৮ এর এবটি গাড়ি উল্টে সাত র‌্যাব সদস্য আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় ভর্তি করা হয়েছে।

 

সর্বশেষ খবর