সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

তিন মাস পর কবর থেকে বৃদ্ধার লাশ উত্তোলন

তিন মাস পর কবর থেকে বৃদ্ধার লাশ উত্তোলন

কুমিল্লার হোমনায় মারা যাওয়ার তিন মাস পর মান্নান মিয়া (৬০) নামের একজনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

নিহতের স্ত্রী হাসিনা বেগমের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে সোমবার দুপুরে কবর থেকে তার লাশ উত্তোলন করে পুলিশ। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল।

থানা সূত্রে জানায়, গত ২০ অক্টোবর আবদুল মান্নান মারা গেলে তাকে স্থানীয় কবর স্থানে তাকে দাফন করা হয়। তিনি সাফলেজি গ্রামের মৃত সরাফত আলীর ছেলে। ৩ ছেলে ৪ মেয়ের জনক মান্নান ফেরি করে কাপড় বিক্রি করতেন।

তার স্ত্রী হাসিনা আক্তার জানান, দুই দেবর তার স্বামীকে মারপিট করেছিল, সে কারণেই তিনি মারা গেছেন। এবিষয়ে গত ২৪ নভেম্বর কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৪নং দায়রা আদালতে হত্যা মামলা দায়ের করা হয়।

হোমনা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল জানান, ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

হোমনা থানার এস আই তদন্তকারী কর্মকর্তা নাজমুল হক জানান, আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব

সর্বশেষ খবর