সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বুড়িমারি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

বুড়িমারি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

ভারতের ৬৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দরের ওয়ার হাউজে পণ্য ওঠা-নামা ও ছাড়ের কার্যক্রম। বুড়িমারি স্থলবন্দরের সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, বুড়িমারি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোটের্র যাত্রী পারাপার।

অপরদিকে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার বেলা ১২টায় বুড়িমারি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মাঝে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মিষ্টি বিতরণ করেছে বলে জানিয়েছে ১৫-বিজিরি পরিচালক লে.কর্নেল হায়াতি।

বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব

সর্বশেষ খবর