সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ৪ ভাইয়ের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ৪ ভাইয়ের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আজ সোমবার বিকেলে একটি হত্যা মামলায় ৪ ভাইকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেছেন।

এছাড়া প্রত্যেককে ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন, শিবগঞ্জ উপজেলার চককির্তী গ্রামের মৃত এন্তাজ আলীর ৪ ছেলে মনিরুল ইসলাম (৩৫), লাল মোহাম্মদ (৫০), বজলার রহমান (৪৫) ও শরিফ (৩০)।

আসামীদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মিসেস কবিতা খানম। মামলার সংক্ষিপ্ত এজাহারে জানা যায়, ২০০৭ সালের ২৯ মার্চ রাতে চককির্তী গ্রামের আমীর আলী (৩৫) কে আসামীরা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ড সংঘঠিত হলে পরের দিন শিবগঞ্জ থানায় নিহত আমীর আলীর বড়ভাই সাইদুর রহমান বাদী হয়ে ৪জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বিডি-প্রতিদিন/ ২৬ জানুয়ারি ১৫/ সালাহ উদ্দীন  

 

 

সর্বশেষ খবর